মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে হবিগঞ্জ জেলার সফল জননী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ( আশিক) এর মাতা বেগম নুরুন্নাহার। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আরজু’র সহধর্মিণী।
গতকাল বুধবার ( ৯ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে জেলা প্রশাসক মো: কামরুল হাসান আনুষ্ঠানিক ভাবে বেগম নুরন্নাহার এর হাতে শ্রেষ্ঠ জয়িতার ক্রেষ্ট ও সনদ তুলে দেন। ব্যাক্তি জীবনে গৃহিণী বেগম নুরুন্নাহার দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জননী। তার বড় ছেলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আশরাফুজ্জামান, দ্বিতীয় সন্তান নাজমুননাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, তৃতীয় সন্তান বদরুন্নাহার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত আছেন ও চতুর্থ সন্তান ডাক্তার তারেক উজ জামান বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন।