মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক সাংবাদিক শাহেরুল ইসলাম সুমনের পিতা জসীম উদ্দীন মাষ্টার বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় মাধবপুর তিতাস জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮।
তিনি তিন ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টায় চৌমুহনী বাজার ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
তিনি ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০৩ ইং সালে অবসর গ্রহন করেন।
তার মৃত্যুতে মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দীন আহম্মেদ ও সেক্রেটারি সাব্বির হাসান এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তার শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।