হবিগঞ্জের বাণী ডেস্ক: সিলেট নগরীর শহীদ ড. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছেন করোনাভাইরাসে আক্রান্ত হবিগঞ্জের সদর উপজেলার এক নারী (৩৩)।বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চয়ন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ওই নারী ২৮ মে হাসপাতালে ভর্তি হন।তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর হয়েছে।