সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। এতে ১ ঘন্টারও বেশি সময় অনির্ধারিত যাত্রা বিরতীতে পড়ে কালনী ট্রেন।
বোরবার (৭ জুন) ঢাকা থেকে ছেড়ে আসা কালনী সন্ধ্যা ৭টার দিকে বিকল ইঞ্জিন মেরামত হলে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে হরষপুর স্টেশন ছেড়ে যায়।
এর আগে বিকাল পৌনে ৬টার দিকে চলন্ত অবস্থায় ট্রেনটি ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- কালনী ট্রেনটি একঘন্টারও বেশি সময় বিলম্বে শায়েস্তাগঞ্জ পৌঁছায়।