মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : গত শনিবার ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা ও অলিপুর বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান আনু মারা গেছেন। আনু উপজেলার শৈলজুড়া গ্রামের কিতাব আলীর ছেলে। গত শনিবার সকাল ৯ টায় মহাসড়কের অলিপুরে তাফরিদ কটন মিলের সামনে পিকাপ ভ্যান ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে গুরুতর আহত হয়েছিলেন হাবিবুর রহমান আনু মিয়া (২২)ও তার ভাবি নাজু আক্তার (৩০)। আনু মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ২ টার দিকে সে মৃত্যু বরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ফুপাতো ভাই মো: উজ্জ্বল আহমেদ ।এদিকে তার মৃত্যুতে এলাকার ব্যবসায়ীরা গভীর শোক জানিয়েছেন।