স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (২১ জুন) ঢাকার ল্যাব থেকে তাদের রিপোর্ট আসে। নতুন সনাক্তদের মধ্যে নবীগঞ্জ উপজেলার ৬ জন, মাধবপুর উপজেলার ৪ জন,বাহুবল উপজেলার ১ জন,হবিগঞ্জ সদরে উপজেলার ৩ জন ও চুনারুঘাট উপজেলার ১ জন রয়েছে। নতুন ১৫ জন সহ হবিগঞ্জে করোনা সনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩৭২ জন।এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬৬ জন এবং ৫ জন মৃত্যু বরন করেন। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।