স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের প্রথম করোনা পজিটিভ সনাক্ত হওয়া ব্যক্তি আজ করোনা নেগেটিভ হিসেবে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
এসময় হাসপাতাল গেটে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার হাতে ভিটমিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি ও নগদ পাঁচ হাজার টাকা উপহার হিসেবে তুলে দেন সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাসুদ রানা।
উল্লেখ্য যে হবিগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয় ১১ এপ্রিল ।
১০ এপ্রিল রাতে নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসার পথে চেকপোস্ট থেকে পুলিশ গাড়িসহ ১৬ জনকে আটক করে হাসপাতালে নিয়ে আসে। পরে তাদেরকে রাখা হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। এর মধ্যে এক জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া যায়।সেই ব্যাক্তি আজ করোনা নেগেটিভ হিসেবে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।