তৌহিদুর রহমান পলাশ, বানিয়াচং : হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন আগে উদ্ধার হওয়া অজ্ঞাত মহিলার লাশ এখনো শনাক্ত হয়নি। গত ২৬ মে সকাল ৮ টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের পশ্চিম মির্জাপুর-গরচিয়া খালের উত্তরপ্রান্তে পানি থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। মহিলাটির বয়স অনুমান ৬৫ থেকে ৭০ বছর। বানিয়াচং থানার অফিসিয়াল ফেসবুকে এ তথ্য প্রকাশ করে মহিলাটিকে কেউ চিনতে পারলে সনাক্ত করার জন্য বানিয়াচং থানার অফিসার ইনচার্জ’র মুঠোফোনে (নং-০১৭১৩৩৭৪৪০৪) অথবা ডিউটি অফিসারের নাম্বারে ০১৭৩৩২৪১০৫১ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।