হবিগঞ্জের বাণী ডেস্ক: হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সিগারেট মজুদকারীদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়েছে।
বুধবার (১২ আগস্ট) শায়েস্তাগঞ্জের ছাতিয়ান বাজারের সেন্টু পাল স্টোর, ধুলিয়াখাল রোডের আব্দুর রকিব স্টোর, চুনারুঘাটের আসামপাড়ার স্বপন স্টোরে এ অভিযান পরিচালিত হয়।
এই সময় বেশ কয়েকজন মজুদকারীর গোডাউনে বিপুল পরিমাণ সিগারেটের মজুদ পরিলক্ষিত হয়। তাদের কারো কাছেই সিগারেট ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি।
পুলিশ মজুদকারীদেরকে লিখিত সতর্কতা প্রদান করেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে মজুদকৃত পণ্য বিক্রয়ের নির্দেশ দেন। অন্যথায়, বাংলাদেশ সরকারের মজুদদারী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন।
পরবর্তীতে স্থানীয় বাজার সমিতির মধ্যস্থতায় মজুদকারীদের এই ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হয়।