হবিগঞ্জের বাণী ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন।
এই কার্যক্রমের আওতায় হবিগঞ্জ জেলায় ৭৫ হাজার অসহায় পরিবার মোবাইলের মাধ্যমে পাবেন নগদ অর্থ সহায়তা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সমন্বয়ে তালিকা প্রস্তুত করে তা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই নগদ অর্থ সহায়তা মোবাইল ব্যাকিং সার্ভিস নগদ, বিকাশ, রকেট ও শিওরক্যাশের মাধ্যমে সরাসরি উপকারভোগী পরিবারের কাছে পাঠানো হবে। তাই তালিকা প্রস্তুত করার সময় প্রত্যেকের মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়েছে। তবে তালিকায় থাকা অনেকেরই নিজস্ব মোবাইল ফোন না থাকায় তাদের নিকটাত্মীয় অথবা বিশ্বস্ত কোন ব্যক্তির মোবাইল নাম্বার প্রদান করছেন ।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার বলেন, হবিগঞ্জ জেলার ৭৫ হাজার নিন্ম আয় ও কর্মহীন পরিবারের তালিকা পাঠানো হয়েছে।তবে অনেকের নিজস্ব মোবাইল নাম্বার না থাকায় অন্য লোকের নাম্বার দিয়েছে।এগুলো আরও যাচাই বাছাই করে পাঠানো হবে। তিনি আরও বলেন, আমরা নীতিমালা অনুযায়ী এই তালিকা করে পাঠিয়েছি।
ইতিমধ্যেই ৩৯টি পরিবার আড়াই হাজার টাকা করে সহায়তা পেয়েছে। আশা করছি ঈদের আগেই সবাই টাকা পেয়ে যাবেন। তবে ঈদ উপহার বলা হলেও এই আর্থিক সহায়তা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কর্মহীন, নিম্ম আয়ের মানুষকে দেওয়া হবে।