স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার ৯ টি এলাকাকে রেড জোনের আওতায় রাখা হয়েছে। বেশি সংখ্যক মানুষ সনাক্ত হওয়ায় ও করোনা সংক্রামণের অধিক ঝুঁকি থাকায় ওই এলাকাগুলোতে রেডজোন ঘোষণা করে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় এক সভায় জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে এ সিদ্ধান্ত নেয়।
রেড জোনের আওতায় থাকা এলাকাগুলো হলো- হবিগঞ্জ পৌরসভার ৬ ও ৯নং ওয়ার্ড, মাধবপুর পৌরসভা, আজমিরীগঞ্জ সদর, বাহুবল সদর, চুনারুঘাট পৌরসভা ও চুনারুঘাট উপজেলার দেওরগাছ, উবাহাটা ও রাণীগাঁও ইউনিয়নকে রেড জোনের আওতায় রাখা হয়েছে।
রেড জোন ঘোষিত এলাকাগুলোতে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন প্রশাসন। পাশাপাশি সরকারি নির্দেশনা অমাণ্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এছাড়া বাকি এলাকাগুলোকে ইয়োলো ও গ্রিন জোনের আওতায় রাখা হয়েছে। তবে ইয়োলো ও গ্রীন জোন এলাকাগুলোতেও স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মানার আহবান জানিয়েছে প্রশাসন। উল্লেখ্য যে, হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত ২৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে চুনারুঘাট উপজেলায়। এ উপজেলায় ৭৬ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে হবিগঞ্জ সদর উপজেলা। এখানে শনাক্ত হয়েছে ৬০ জন। জেলায় সবচেয়ে কম শনাক্ত হয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলায়। সেখানে মাত্র ১ জন করোনা রোগী শানাক্ত হয়েছে।জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫৮ জন এবং এক শিশু ও এক স্বাস্থ্যকর্মীসহ মারা গেছেন ৪ জন ।