স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে বৈশ্বিক মহামারী করোনা প্রভাবে অন্যান্য শ্রেণি পেশার মানুষের মতো সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ থাকায় সংস্কৃতিকর্মীরাও কষ্টে আছেন। কিন্তু সামাজিক অবস্থানের কারণে তারা কারোর কাছে হাত পাততে পারেন না। এমতাবস্থায় হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান দাঁড়ালেন সাংস্কৃতিকর্মীদের পাশে।
রবিবার (১৪ জুন) দুপুর ১.০০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হবিগঞ্জের ৫০ জন অসচ্ছল সংস্কৃতিসেবীকে প্রত্যেককে এককালীন আর্থিক সহায়তা হিসেবে ৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এসময় জেলা প্রশাসক, হবিগঞ্জ ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, হবিগঞ্জ জনাব মোহাম্মদ কামরুল হাসান এর পক্ষে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর ও জেলা কালচারাল অফিসার(ভারপ্রাপ্ত) প্রতীক মণ্ডল।