এটুআই কর্তৃক হবিগঞ্জ জেলার নবনিযুক্ত আইসিটি অ্যাম্বাসেডরদের বরণ অনুষ্ঠান বুধবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত। এছাড়া জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান আইসিটি অ্যাম্বাসেডরদের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অসুবিধার ব্যাপারে তৎক্ষনাৎ পদক্ষেপ গ্রহণ করেন। মুজিববর্ষে জেলায় আইসিটি অ্যাম্বাসেডরদের সংখ্যা ১০০-এ উন্নীত করার ব্যাপারে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।
হবিগঞ্জ অনলাইন স্কুলে অদ্যাবধি ২২০০ মান সম্মত ক্লাস আপলোড ও এয়ার লিংক চ্যানেলের মাধ্যমে প্রচার করা হয়েছে। এ জেলার ৬৯টি অনলাইন ক্লাসভিত্তিক পেজ এটুআই ও শিক্ষক বাতায়ন কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে। শিক্ষক বাতায়নে সর্বোচ্চ সংখ্যক ক্লাস আপলোড দিয়ে সারাদেশে দ্বিতীয় অবস্থান অধিকার করায় হবিগঞ্জ জেলার শিক্ষক মোঃ মেরাজুল ইসলামকে বিশেষ উপহার প্রদান করেন সম্মানিত জেলা প্রশাসক।