স্টাফ রিপোর্টার।।
হবিগঞ্জে আরও ১০ করোনা রোগী সুস্থ হয়ে বড়ি ফিরে গেছেন । এ নিয়ে হবিগঞ্জ জেলায় ১০১ জন করোনা রোগীর মধ্যে মোট ১১ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
সোমবার (১১ মে) দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট থেকে করোনা থেকে সুস্থ হওয়া ১০ জনকে ছাড়পত্র প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকেকে ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি ও নগদ ৫ হাজার টাকা উপহার হিসেবে প্রদান করেন সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান উজ্জ্বল জানিয়েছেন, তাদের পরপর দুটি করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তই জাতীয় গাইডলাইন অনুসরণ করে তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।