স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (২৬ জুন) ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরের ৮ জন এবং বাহুবলের ২ জন।
সর্বশেষ শুক্রবার হবিগঞ্জের ১০ জন নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩২ জন। এরমধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৩ জন। বাকিরা নিজ বাড়িতে আইসোলেসনে থেকে ডাক্তারের পরামর্শে ঔষধ সেবন করছেন। ইতিমধ্যে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ১৮৮ জন এবং মৃত্যু বরন করেছে ৬ জন।