স্টাফ রিপোর্টার :হবিগঞ্জে নতুন করে আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টার থেকে আসা রিপোর্টে তাদের আক্রান্তের বিষয়টি জানানো হয়।শনিবার (২০ জুন)হবিগঞ্জে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করে জানান আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ২ জন, মাধবপুর উপজেলার ৫ জন, বাহুবল উপজেলার ২ জন, নবীগঞ্জ উপজেলার ১ জন ও চুনারুঘাটে ১ জন রয়েছে।এ নিয়ে জেলায় মোট ২৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ইতিমধ্যে ১৫৮ জন সুস্থ হয়েছেন এবং ৪ জন মারা গেছেন।