স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জে নতুন করে আরও ১৫ জন করোনা সনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১২১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।এরমধ্যে ২২ জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন এবং আভাস তন্তুবায় নামে ৫ বছরের এক শিশু মারা গেছেন।
মঙ্গলবার (১২ মে) ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ১২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে আর সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
ঢাকা থেকে আসা রিপোর্টে নতুন সনাক্ত ১২ জনের মধ্যে পুরুষ ১০ জন ও মহিলা ২ জন। এর মধ্যে হবিগঞ্জ
সদর উপজেলার ২ জন লাখাই উপজেলার ১ জন, নবীগঞ্জ উপজেলার ৫ জন, আজমিরীগঞ্জ উপজেলার ২ জন ও চুনারুঘাট উপজেলার ২ জন।অন্যদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে সনাক্ত ৩ জনের ৩ জনই আজমিরীগঞ্জ উপজেলার। ৩ জনই নারী এবং তাদের বয়স ১৫ থেকে ৩৫ এর মধ্যে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল নতুন করে ১৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন।