হবিগঞ্জের বাণী ডেস্ক :হবিগঞ্জে নতুন আরও ৪৫ জন করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। রোববার (৫ জুলাই) দুপুরে ঢাকার ল্যাব থেকে এই রিপোর্ট এসেছে বলে নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান উজ্জ্বল। নতুন সনাক্ত ৪৫ জনের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ১৭ জন, নবীগঞ্জ উপজেলার ৭ জন, মাধবপুর উপজেলার ৯ জন, চুনারুঘাট উপজেলার ৬ জন, বানিয়াচংয় উপজেলার ৫ জন ও বাহুবল উপজেলার ১ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা সনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮০৪ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৯৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন।