স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে নতুন করে আরও ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (২৫ মে) ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে তাদের করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট আসে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে নতুন ৫ জনের করোনা শনাক্তের তথ্যটি নিশ্চিত করা হয়েছে । নতুন করোনা আক্রান্তদের মধ্যে চুনারুঘাট উপজেলার ৩ জন, বানিয়াচংয় উপজেলার ১ জন ও নবীগঞ্জ উপজেলার ১ জন। এ নিয়ে হবিগঞ্জে মোট ১৬৪ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৪ জন এবং আভাস তন্তুবায় নামে চুনারুঘাট উপজেলার ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।