স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে নতুন করে আরও ৮১ জনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। শনিবার (২০ জুন) ঢাকায় সরকারে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে এই ৮১ জনের পজিটিভ আসে। বিষয়টি হবিগঞ্জের বাণীকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল। তিনি জানান, আজ (শনিবার) জেলায় আরও ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে। নতুন করে সনাক্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার (শায়েস্তাগঞ্জসহ) ৪০ জন, মাধবপুর উপজেলার ২২ জন, চুনারুঘাট উপজেলার ৭ জন , বানিয়াচং উপজেলার ৬ জন , লাখাই উপজেলার ২ জন , আজমিরীগঞ্জ উপজেলার ২ জন , বাহুবল উপজেলার ১ জন ও নবীগঞ্জ উপজেলার ১ জন রয়েছ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩৫৭ জন। তাদের মধ্যে ১৫৮ জন সুস্থ হয়েছেন এবং ৪ জন মারা গেছেন ।