হবিগঞ্জের বাণী ডেস্ক : হবিগঞ্জে জেলার আরও ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে সনাক্তদের মধ্যে ৩ জন সরকারি কর্মকর্তা রয়েছে। যার মধ্যে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার । হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান উজ্জ্বল জানান, ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে হবিগঞ্জ থেকে কিছু নমুনা পাঠানো হয়েছিলো। এরমধ্যে কয়েকটির রিপোর্ট সোমবার (১১ মে) এসেছে। এতে ৬ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। নতুন করে শনাক্ত হওয়াদের মধ্যে বাহুবল উপজেলার ১ জন, লাখাই উপজেলার ৩ জন ও বানিয়াচং উপজেলার ২ জন রয়েছেন। শনাক্ত হওয়াদের মধ্যে ৩ জনই সরকারি কর্মকর্তা-কর্মচারী।
এরআগে হবিগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের আরও ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনাভাইরাসে আক্রান্ত হন। এনিয়ে জেলায় মোট ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। যা সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ। জেলার করোনা সনাক্তদের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন বাড়ি ফিরে গেছেন এবং চুনারুঘাট উপজেলার চন্ডীছড়া চা বাগানের আভাস তন্তুবায় নামে ৫ বছরের শিশু মারা গেছে।