হবিগঞ্জের বাণী ডেস্ক :হবিগঞ্জে অবৈধ ভাবে কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ২ ব্যাবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ( ৯ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা হবিগঞ্জ পৌর শহরের চৌধুরী বাজারে অভিযান চালিয়ে ৫ লক্ষ ৬০ হাজার মিটার সরকার কর্তৃক নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেন। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে গৌরাংগ চন্দ্রপাল ও সুমন দাসকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় যথাক্রমে দশ হাজার টাকা ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে উক্ত দুই ব্যক্তির নিকট হতে উদ্ধার করা মোট পাঁচ লাখ ষাট হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধংস করা হয়।