হবিগঞ্জে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতাসহ ৫ জন আহত
.
স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ পৌর শহরের উত্তর শ্যামলীতে পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগ নেতাসহ ৫ জনকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে শহরের উত্তর শ্যামলী এলাকার হিরা মিয়ার পুত্র ছাত্রলীগ নেতা নোমান মিয়া বন্ধুদের নিয়ে ঘুরাঘুরি করে শহর থেকে বাসায় ফেরার পথে উত্তর শ্যামলী বাগান বাড়ি এলাকায় পৌছা মাত্রই আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় দুর্বৃত্তরা নোমানসহ ৫ জনকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নোমান মিয়া (২৮), ফয়সল (১৮), তারেক (২০), সৈয়দ আহমেদ (৩৭), মিজানুর রহমান(৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান চালায়।