হবিগঞ্জের বাণী ডেস্ক : হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউনিয়ন এর বলিকান্দি গ্রামে বজ্রপাতে তড়িতাহত হয়ে মোঃ কুদ্দুস মিয়া (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।
নিহত কিশোর বলিকান্দি গ্রামের মোঃ স্বপন মিয়ার ছেলে। বুধবার (৬ মে) বলিকান্দি হাওরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুদ্দুস মিয়া তার পিতার সাথে বলিকান্দি হাওরে ধান কাটতে যায়।
এসময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে, কুদ্দুস বজ্রপাতে তড়িতাহত হয় গুরুতর আহত হয় । পরে আাশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।