হবিগঞ্জের বাণী ডেস্ক :হবিগঞ্জে নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে ঢাকার আগারগাঁওয়স্ত ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টার থেকে এই ১৩ জনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। হবিগঞ্জে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করে জানান আক্রান্তদের মধ্যে চুনারুঘাট উপজেলার ৬ জন, বাহুবল উপজেলার ৪ জন ও হবিগঞ্জ সদর উপজেলার ৩ জন রয়েছে। এর মধ্যে ৪ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এ নিয়ে হবিগঞ্জ জেলায় করোনাভাইরাস শনাক্ত রুগীর সংখ্যা দাড়িলো মোট ২৪০ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪২ জন এবং এক শিশু ও এক নারীসহ ৩ জন মারা গেছেন।