স্টাফ রিপোর্টার :হবিগঞ্জে নতুন করে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার ( ৫ জুন) ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টার থেকে এই ১৪ জনের করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট আসে। নতুন করে শনাক্ত ১৪ জনের মধ্যে চুনারুঘাট উপজেলার ১০জন,হবিগঞ্জ সদর উপজেলার ২ জন, নবীগঞ্জ উপজেলার ১ জন ও আজমিরিগঞ্জ উপজেলার ১ জন রয়েছেন। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। নতুন ১৪ নিয়ে হবিগঞ্জ জেলায় এখন পর্যন্ত ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং আভাস তন্তুবায় (৫) নামে চুনারুঘাট উপজেলার এক শিশু ও আব্দুল হক (৪৬) নামে হবিগঞ্জ সদর উপজেলার এক ব্যাক্তি এবং সুমন মোহান্ত নামে শায়েস্তাগঞ্জ উপজেলা বসবাসকারী প্রাণ কোম্পানির বিক্রয় কর্মকর্তা মারা গেছে।