স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলায় নতুন করে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ৯ জন, মাধবপুর উপজেলার ৯ জন, নবীগঞ্জ উপজেলার ৫ জন, বাহুবল উপজেলার ২ জন, বানিয়াচংয় উপজেলার ২ জন ও লাখাইয় উপজেলার ১ জন রয়েছে। বুধবার (২৪ জুন) ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল। সর্বশেষ বুধবার সনাক্ত ২৮ সহ হবিগঞ্জ জেলায় মোট সনাক্ত করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৪৯২ জন। এরমধ্যে করোনা জয় করে বাড়ি ফিরে গেছেন ১৮২ জন এবং ৫ জন মৃত্যু বরন করেছে।