স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে নতুন করে আরও ২ জনের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। বুধবার ( ৩ জুন ) সন্ধ্যায় ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টার থেকে এই রিপোর্ট আসে। নতুন করে শনাক্ত ২ জনের মধ্যে চুনারুঘাট উপজেলার ১ জন ও হবিগঞ্জ সদর উপজেলার ১ জন বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা.মে.মখলিছুর রহমান উজ্জ্বল। এনিয়ে হবিগঞ্জে করোনা ভাইরাস পজিটিভ সনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো ১৯৪ জনে। এর মধ্যে ১০৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং আভাস তন্তুবায় (৫) নামে চুনারুঘাট উপজেলার এক চা শ্রমিকের শিশু সন্তান মারা গেছে।