স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলায় নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। রবিবার (২৮ জুন) ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ৫ জন, মাধবপুর উপজেলার ৭ জন, নবীগঞ্জ উপজেলার ৩, চুনারুঘাট উপজেলার ১ ও আজমিরীগঞ্জ উপজেলার ১ জন রয়েছে।
সর্বশেষ রবিবার শনাক্ত ১৭ জন নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত রুগীর সংখ্যা দাড়ালো ৫৫৪ জন। এরমধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৩ জন। বাকিরা নিজ বাড়িতে আইসোলেসনে থেকে ডাক্তারের পরামর্শে ঔষধ সেবন করছেন। ইতিমধ্যে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ১৯১ জন এবং মৃত্যু বরন করেছে ৬ জন।