হবিগঞ্জে নতুন করে আরো ৩০ জন করোনা আক্রান্ত হয়েছে। আর এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩৪ জনে।
মঙ্গলবার (০৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্বল।
তিনি জানান, জেলায় গত ৩ ও ৪ জুলাই পাঠানো নমুনা পরীক্ষায় সোমবার রাতে আরো ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২১ জন, চুনারুঘাটে ছয়জন, বাহুবলে দুইজন ও মাধবপুরে একজন।
এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮৩৪ জন। সুস্থ হয়েছেন ৩১৭ জন। মৃত্যু হয়েছে ছয়জনের।