স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাসের হার ৭২.৭৩ শতাংশ। যা গত বছরের চেয়ে ১.২০ শতাংশ বেশি। জিপিএ-৫ পেয়েছে ৬০৫ জন, যা গত বছরের চেয়ে ১৫০ টি বেশি। গত বছর পাসের হার ছিলো ৭১. ৫৩ শতাংশ এবং জিপিএ ৫ এর মোট সংখ্যা ছিলো ৪৫৫ টি৷ গত বছরের চেয়ে পাসের হার ও জিপিএ ৫ এর সংখ্যা বেশি হলেও এবার সিলেটে বিভাগের ৪ জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার হবিগঞ্জে। রোববার (৩১ মে) সকালে সিলেট সিলেট শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ এ তথ্য নিশ্চিত করেন। এ বছর হবিগঞ্জ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩ হাজার ১৬৬ জন পরীক্ষার্থী, এর মধ্যে ১৬ হাজার ৮৪৮ জন পাস করেছে। জেলায় ৯ হাজার ৯৭৮ জন ছেলে ও এবং ১৩ হাজার ১৮৮ জন মেয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে ৭ হাজার ২৬৩ জন ছেলে এবং ৯ হাজার ৫৮৫ জন মেয়ে কৃতকার্য হয়। পাসের হার ছেলেরা ৭২.৭৯ শতাংশ ও মেয়েরা ৭২.৬৮ শতাংশ।