হবিগঞ্জের বাণী ডেস্ক : হবিগঞ্জে জেলার আরও ১৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে সনাক্তদের মধ্যে ১১ জন সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্য রয়েছেন । হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান উজ্জ্বল জানান, গত মঙ্গলবার ও বুধবার ( ২ ও ৩ জুন) ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে হবিগঞ্জ থেকে কিছু নমুনা পাঠানো হয়েছিলো। এরমধ্যে কয়েকটির রিপোর্ট বৃহস্পতিবার (১১ জুন ) সকালে এসেছে। এতে ১৯ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে ১১ জন সরকারি চাকরিজীবী রয়েছে। নতুন করে শনাক্ত হওয়াদের মধ্যে মাধবপুর উপজেলার ৯ জন, চুনারুঘাট উপজেলার ৫ জন, লাখাই উপজেলার ২ জন, নবীগঞ্জ উপজেলার ১ জন ও হবিগঞ্জ সদর উপজেলার ২ জন। এনিয়ে জেলায় মোট ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩৫ জন সুস্থ হয়েছেন বাড়ি ফিরে গেছেন এবং মাধবপুর পৌরসভার কাটিয়ারা এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধা, চুনারুঘাট উপজেলার চন্ডীছড়া চা বাগানের আভাস তন্তুবায় নামে ৫ বছরের শিশুসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে।