হবিগঞ্জে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে সরকার নির্ধারিত (৩০ টাকা কেজি) ন্যায্য দামে আলু বিক্রি করা হয়েছে। এ সময় প্রত্যেক ক্রেতাকে ৩০ টাকা কেজি দরে ১ কেজি করে আলু কেনার সুযোগ দেওয়া হয়।
১৮ অক্টোবর (রবিবার) দুপুর ১টায় শহরের চৌধুরীবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মন্ডল ও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
এদিকে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলুর দাম বেশি রাখায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার থানা সড়ক এলাকায় ৫ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
১৮ অক্টোবর (রবিবার) সকাল ৭টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী এ জরিমানা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।