স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে প্রশাসনের নির্দেশনা অমান্য করে বিকেল ৪ টার পরে দোকান খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে ৩ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মো: ইয়াছিন আরাফাত অভিযান চালিয়ে সরকারি নির্দেশ অমান্য করে বিকাল ৪ টার পরে ব্যবসা পরিচালনা, মুখে মাস্ক ব্যবহার না করাসহ স্বাস্থ্যবিধি না মানায় হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগর, বেবিস্ট্যান্ড, কোর্ট স্টেশন, স্টাফ কোয়ার্টার রোড, ঘাটিয়া বাজার ও চৌধুরীবাজার এলাকায় তিনজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সহকারী কমিশনার মোঃ ইয়াছিন আরাফাত রানা জানান,করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্যকারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।