হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নকল পন্য প্যাকেটজাত করার অপরাধে ৩ ব্যাক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ০১.৩০টায় হবিগঞ্জের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাসাবাড়িতে নকল সুপার এক্সেল ডিটারজেন্ট পাউডার, সরিষা তেল ও বেষ্ট টাটা প্রিমিয়াম চা পাতা প্যাকেটজাত করা অবস্থায় ০৩জন হাতেনাতে ধরা পরেন। অভিযুক্ত ব্যক্তিরা বিএসটিআই এর লোগো ও বার কোড অনুমতি ব্যতীত ব্যবহার করায় ও নকল পণ্য বাজারজাত ও প্যাকেটজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ০১ জন কে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ০২ জন কে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অভিযুক্তদের ১ লক্ষ করে জরিমানা করা হয়। দন্ড প্রাপ্তরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার ধূলিয়াখাল গ্রামের সালকে মিয়ার ছেলে হারুন মিয়া (২৮), একই এলাকার ফিরোজ আলীর ছেলে মিজানুর রহমান (৩১) ও হবিগঞ্জ পৌরসভার শায়েস্তানগর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মাসুক মিয়া (৪৫)। মোবাইল কোর্টটি পরিচালনা করেন হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকা হোসেন।