হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মুখে মাস্ক ব্যবহার না করায় ৩৯ জনকে অর্থদণ্ড প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা হবিগঞ্জ সার্কিট হাউসের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন যানবাহনে শারীরিক দুরত্ব বজায় না রাখায় এবং মুখে মাস্ক ব্যবহার না করায় ৩৯ জনকে ১০০ টাকা করে মোট ৩ হাজার ৯ শত টাকা জরিমানা করেন এবং সতর্ক করে দেন। এসময় হবিগঞ্জ সদর থানার পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে। উল্লেখ্য যে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে লকডাউন সহ বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়ে। এহেন পরিস্থিতিতে সরকার সর্তসাপেক্ষে গণপরিবহন চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং অফিস আদালত খুলে দেয়। স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা দিয়েছে মুখে মাস্ক ব্যবহার করতে হবে এবং শারীরিক দুরত্ব বজায় রেখে যানবাহনের চলাচল ও অফিসে কাজ করতে হবে। নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ ১ লক্ষ টাকা জরিমানা অথবা ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা উভয় দন্ড প্রদান করা হবে।
এরই পরিপ্রেক্ষিতে জনগণের নিরাপত্তার স্বার্থে প্রশাসন এই অভিযান পরিচালনা করে।