ইকবাল হোসেন তালুকদার : শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। সারাদিন রোজা রেখে ইফতারের সময় রোজাদাররা তৃষ্ণা মেটাতে বিভিন্ন ধরনের শরবত পান করে থাকেন। রোজাদারের কাছে লেবুর শরবতের চাহিদা বেশি। লেবু এমনিতেই উপকারী। লেবুর মধ্যে আছে ভিটামিন সি, যা শরীরের জন্য উপকারী। এর মধ্যে আবার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ডাক্তাররা বেশি করে ভিটামিন যুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। যে কারণে লেবুর চাহিদা বেড়েছে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লেবুর দাম।
হবিগঞ্জে মাঝারি মানের এক হালি লেবুর দাম বর্তমানে ৪০ থেকে ৫০ টাকা। যা অন্য সময় বিক্রি হতো ১০ থেকে ১৫ টাকায়।
কয়েকজন ক্রেতা জানান, যে লেবু আগে ১৫ থেকে ২০ টাকা হালি ক্রয় করতাম, বর্তমানে তা ৪০ থেকে ৫০ টাকায় কিনতে হচ্ছে।
এক ক্রেতা বলেন, “এমনি কোন আয় রোজগার নাই, এখন যদি জিনিস পত্রের দাম বৃদ্ধি পায়, তাহলে আমরা কিভাবে জীবন-যাপন করব।”
লেবু ব্যবসায়ীরা জানান, করোনা ভাইরাসের জন্য গণপরিবহণ বন্ধ। এজন্য লেবু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। বেশি দামে ক্রয় করার কারণে তারাও দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।