হবিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ নতুন করে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। ইতোপূর্বে জেলায় করোনা আক্রান্ত হয়ে আভাস তন্তুবায় নামে ৫ বছরের এক শিশু মারা গেছে । এছাড়া ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে- চুনারুঘাটের ৮ জন , নবীগঞ্জে ২ জন , বাহুবলে ১ জন ও লাখাইয়ের ১ জন। মঙ্গলবার ৫ মে দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল।
আক্রান্ত ৩ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে চুনারুঘাটের ১ জন, নবীগঞ্জের ১ জন ও বাহুবলের ১ জন। ৫ জন পুলিশ সদস্যের সবাই চুনারুঘাটের।
এর আগে হবিগঞ্জের জেলা প্রশাসক, জেলা প্রশাসনের একজন নারী কর্মকর্তা, জেলা প্রশাসনের এডিএম, ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ জন চিকিৎসকসহ ১৬ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হন।
এদিকে হবিগঞ্জে প্রথম সনাক্ত করোনা রোগী মঙ্গলবার (০৫ মে) দুপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতাল গেটে সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা তাকে ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি ও নগদ ৫ হাজার টাকা উপহার দেন।