হবিগঞ্জের বাণী ডেস্ক : হবিগঞ্জে আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ল্যাব থেকে এই ২৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই তথ্য নিশ্চিত করে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা: মো: মখলিছুর রহমান উজ্জ্বল বলেন, নতুন করে শনাক্ত করোনা পজিটিভ রোগীদের মধ্যে চুনারুঘাট উপজেলার ১৪ জন, হবিগঞ্জ সদর উপজেলায় ১ জন, লাখাই উপজেলার ১ জন, নবীগঞ্জ উপজেলার ৩ জন, বাহুবল উপজেলার ২ জন, মাধবপুর উপজেলার ১ জন, আজমিরীগঞ্জ উপজেলার ২ জন ও বানিয়াচংয় উপজেলার ১ জন রয়েছেন। এদের মধ্যে স্বাস্থ্যকর্মীসহ সরকারী কর্মকর্তা কর্মচারী রয়েছেন ৯ জন। এনিয়ে জেলায় মোট করোনা সনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো ১৫৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ জন এবং আভাস তন্তুবায় নামে চুনারুঘাট উপজেলার ৫ বছরের ১ শিশু মারা গেছে।