হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌর শহরের শায়েস্তানগর এলাকায় অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ হাজার ৭ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টার পরে সরকারি নির্দেশ অমান্য করে রেড জোন হিসেবে চিহ্নিত শায়েস্তানগর এলাকায় মাস্ক পরিধান না করা, অতিরিক্ত যাত্রীবোঝাই করে অটোবাইক ও মোটরসাইকেলে আরোহণ এবং সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানা ও শামসুদ্দিন মোঃ রেজার পরিচালিত মোবাইল কোর্ট ০৯ টি মামলায় মোট ৩,৭০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।এছাড়াও কতিপয় ব্যক্তিকে তাৎক্ষনিক মাস্ক পরিধানে উদ্ভুদ্ধ করা হয়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে ও জনসাধারণের জীবন রক্ষার স্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন হবিগঞ্জ এর অফিস সূত্রে নিশ্চিত করা হয়েছে।