স্টাফ রিপোর্টার :হবিগঞ্জে ৫২০ পিস ইয়াবাসহ মো. আবু সাঈদ সোহাগ নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র্যাব। আটককৃত সোহাগ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও তারুণ্যের আলো সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক। র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান- শুক্রবার ( ৫ জুন) গোপন সূত্রে খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে চুনারুঘাট উপজেলার আসামপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-৯ এর একটি অভিযানিক দল। এ সময় সেখান থেকে মাদক ব্যবসায়ি ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে র্যাব। পরে তার দেহ তল্লাশী করে ৫২০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় র্যাব তার কাছ থেকে একটি মোটরসাইকেল, ২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে। সে একজন পেশাধার মাদক ব্যবসায়ি বলে জানায় র্যাব।