স্টাফ রিপোর্টার : বৈশ্বিক মহামারী করোনার কারণে সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় হবিগঞ্জ জেলা কারাগার থেকে ৭ জনেকে ক্ষমা করা হয়েছে। এর মধ্যে রোববার (৩ মে) ৫ জন মুক্তি পেলেও জরিমানা পরিশোধ না করায় অপর ২ জন মুক্তি পাননি। তবে জরিমানার টাকা পরিশোধ করার সাথে সাথেই তাদেরও মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন জেলার মো. জয়নাল আবেদীন ভুইয়া।
রোববার বিকেলে ৫ জনকে মুক্তি দেয়া হয়েছে। তবে দুইজনের ১০ হাজার টাকা জরিমানা থাকায় তারা আপাতত মুক্তি পাচ্ছেন না। জরিমানা পরিশোধ করলে তাৎক্ষণিক তাদেরকেও মুক্তি দেয়া হবে বলে জানা গেছে। মুক্তিপ্রাপ্ত সকলেই হবিগঞ্জ জেলার বাসিন্দা। তাদের সবাই ভ্রাম্যমান আদালতসহ অন্যান্য মামলায় ছয় থেকে এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।
মুক্তিপ্রাপ্তরা হচ্ছেন,হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গোয়ান্দা গ্রামের সুমন মিয়ার স্ত্রী শিবলী বেগম,মাধবপুর উপজেলার উত্তর সুরমা ( গোয়াসনগর) গ্রামের মরম আলীর ছেলে রুবেল মিয়া, নবীগঞ্জ উপজেলার নিজ চৌকি গ্রামের তৌফিক চৌধুরীর ছেলে ইমন চৌধরী ও ইমরান চৌধুরী এবং বানিয়াচং উপজেলার শেখের মহল্লা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে মনির মিয়া। এছাড়া বন মামলায় ১০ হাজার টাকা জরিমানা থাকায় চুনারুঘাট উপজেলার কাপাই চা বাগান এলাকার ঝান্ডা মুন্ডার ছেলে চন্দ্র মুন্ডা ও তরী মুন্ডার ছেলে সুজন মুন্ড মুক্তি পায়নি। জরিমানা পরিশোধ করলে তাৎক্ষণিক তাদের মুক্তি দেয়া হবে হবিগঞ্জবানী কে জানান জেলার।