হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ হবিগঞ্জকে গ্রিন জোন চায়। এব্যাপারে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ সুপারিশ সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কাছে পাঠানো হয়েছে। সোমবার (১৫ জুন) জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ওই পত্রে হবিগঞ্জের সাতটি উপজেলাকে সবুজ জোন ও দুইটি উপজেলাকে হলুদ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। হলুদ জোন হিসেবে বাহুবল ও চুনারুঘাট উপজেলাকে চিহ্নিত করা হয়েছে। সবুজ জোন হিসেবে চিহ্নিত উপজেলাগুলো হলো মাধবপুর, লাখাই, আজমিরীগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও নবীগঞ্জ। উল্লেখ্য যে, স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় হবিগঞ্জকে রেড জোনের আওতায় রাখা হয়েছিল।