স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জ জেলায় নতুন করে আরও ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করোনা সনাক্ত ৩ জনের মধ্যে ২ জন চুনারুঘাট উপজেলার ও ১ জন নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। শনিবার (৯ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় হবিগঞ্জের ১ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এদিকে শনিবার (৯ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) থেকে হবিগঞ্জের আরও ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করা হয়েছে। নতুন সনাক্ত ২ জনই জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা।হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।