স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন দোকানে বিক্রেতারা ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানির বেনসন সিগারেট নির্ধারিত দামের চেয়ে প্রতি শলাকায় ১ টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠেছে ৷
ভোক্তারা গত বাজেটের পর থেকে অভিযোগ জানাচ্ছেন।
এই অভিযোগের প্রেক্ষিতে সোমবার (২২ জুলাই) নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ থানার বিভিন্ন এলাকায় কয়েকটি দোকানে অভিযান চালিয়ে সঠিক দামে সিগারেট বিক্রির জন্য সতর্ক করা হয়৷
এসময় কমলা স্টোর ও প্রবাল স্টোর বেশি দামে সিগারেট বিক্রি করার সত্যতা পাওয়া যায়। এর মধ্যে ২ বিক্রেতাকে বেশি দামে সিগারেট বিক্রি করার অভিযোগে আটকের পর মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ হবিগঞ্জ জেলার পরিবেশক জানান, কিছু অসাধু ব্যবসায়ী বাজেটের আগে ও পরে, সরকার ও কোম্পানি নির্ধারিত মূল্যের চাইতে অধিক মুনাফার লোভে বেশি দামে সিগারেট বিক্রি করে বাজার অস্থিতিশীল করে রাখেন। ভোক্তা যেন সঠিক দামে সিগারেট কিনতে পারেন সেদিকে কোম্পানি ও আমাদের দৃষ্টি রয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যে দোকানদারদের মুনাফাকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই সকল ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ সঠিক দামে সিগারেট বিক্রির জন্য।