স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৯ জুন) বিকেল ৪ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ আল- রাফি হসপিটালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে ঢাকা বারডেম হাসপাতালের পথে রওনা হয়েছে পরিবারের সদস্যরা। জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেনের বাড়ি নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদি গ্রামে। তার পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।