তোফাজ্জল হোসেন চৌধুরী।। বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর রবিবার (২৬ এপ্রিল) হবিগঞ্জের ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করা হয়েছে।
এর আগে একই পরিস্থিতিতে জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম বন্ধ করা হয়ছিল। শনিবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের একজন চিকিৎসক, দুজন নার্স, দুজন প্যাথলজিস্ট, একজন ব্রাদার, একজন ক্লিনার, দুজন আয়া, দুজন অ্যাম্বুলেন্সচালকের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত তিন হাসপাতালে মোট ১৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে তিনজন চিকিৎসক রয়েছেন।এছাড়া একই দিন হবিগঞ্জের জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাজিরের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, উদ্ভূত পরিস্থিতিতে আগামী তিন দিনের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ করা হয়েছে। তবে করোনা রোগীদের সেবা অব্যাহত থাকবে।