হবিগঞ্জের বাণী ডেস্ক : হবিগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাচারকালে ১৯৪ কেজি ভারতীয় গাঁজা সহ ৭ মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব। এসময় মাদক চোরাচালানের কাজে ব্যাবহৃত ৩টি পিকআপ ভ্যান ও ১টি ট্রাক জব্দ করা হয়েছে । আটক পিকআপসহ গাঁজার মুল্য প্রায় ৫৮ লাখ টাকা।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পিকআপ ও ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা নজরদারী চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিবিতে বৃহস্পতিবার ৭ মে ভোরে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহা সড়কের আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকায় অবস্থান নিয়ে গাড়ি তল্লাশী শুরু করে। তল্লাশীকালে সকাল পৌনে ৮ টার দিকে একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-১৫-৫৫৬০) তল্লাশি চালিয়ে সাড়ে ৩৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার পুত্র মোঃ শুভ (২৫) ও মৃত আরজু মিয়ার পুত্র ফজর আলী (৩৩) কে আটক করা হয়। এ সময় মাদক চোরাচালানের কাজে ব্যাবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৮ টার দিকে একটি ট্রাক (মেট্রো-ট-২২-৯৩৭১) তল্লাশী করে ৫৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় টাঙ্গাইল জেরার গোপালপুর উপজেলার ভাড়ারিয়া গ্রামের হাফিজুর রহমান (২০) ও একই জেলার জামতৈল গ্রামে মোঃ শিমুল মিয়া (২১) কে আটক করা হয়। এসময় মাদক চোরাচালানের কাজে ব্যাবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এর কিছুক্ষণ পর সকাল সোয়া ৯টার দিকে আরেকটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১১-২৮০৩) তল্লাশী চালিয়ে ৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাজীপুর জেলার জয়দেবপুর উপজেরার মির্জাপুর গ্রামের সোহরাব মিয়া (২৫) ও হবিগঞ্জের মাধবপুর উপজেরার নয়নপুর গ্রামের সুরজ মিয়ার পুত্র তৈয়ব আলী (২৯) কে গ্রেফতার করা হয় এবং মাদক চোরাচালানের কাজে ব্যাবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। পরবর্তীতে সকাল সোয়া ১০টার দিকে আরো একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-১৭-৩৬১৩) তল্লাশি চালিয়ে ৬০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। এ সময় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বকতিপুর গ্রামের মোতালেব হোসেনের পুত্র জামাল হোসেন (২৮) কে আটক করা হয় ও মাদক চোরাচালানের কাজে ব্যাবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৫৮ লাখ ৩৫ হাজার টাকা। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় পৃথক ৪ টি মামলা দায়ের করা হয়েছে।