মুজিববর্ষ উপলক্ষ্যে জাতীয় প্রেস কাউন্সিল এর পক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গবন্ধুর লেখা এক গুচ্ছ বই উপহার দেওয়া হয়েছে। বই হস্তান্তরকালে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও কাউন্সিল এর চেয়ারম্যান মাননীয় বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ ও কাউন্সিল এর সচিব মোঃ শাহ আলম ভার্চ্যুয়ালী এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুজ্জামান জাহির কাউন্সিল কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও কৃতজ্ঞতা জানান।
বই উপহারপ্রাপ্ত ২০টি জেলার মধ্যে হবিগঞ্জ অন্তর্ভুক্ত থাকায় প্রেস কাউন্সিল এর সুদৃষ্টির জন্য হবিগঞ্জ সংবাদপত্র কর্মী ও সাংবাদিকদের পক্ষে অকৃত্রিম শ্রদ্ধা জানানো হয়।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সভাপতিদের মধ্যে মোঃ সফিকুর রহমান চৌধুরী, মোঃ গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সময় টিভি’র প্রতিনিধি রাশেদ খান, এটিএন বাংলার প্রতিনিধি আঃ হালিম, যমুনা টিভি’র প্রতিনিধি প্রদীপ দাস সাগর, ৭১ টিভি’র প্রতিনিধি শাকিল চৌধুরী, জিটিভি’র প্রতিনিধি মোঃ নুর উদ্দিন, মানবকণ্ঠ প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী ও ফয়সল চৌধুরী প্রমুখ।
মতবিনিময়কালে প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আর্কষণ করে বলা হয়, ইদানিং যখন-তখন সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারী মামলা হচ্ছে যা কাম্য নয়।
এ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, বিষয়টি আমার নজরে আছে। এ ব্যাপারে কাজ হচ্ছে, যার ফল ভোগ করবেন সকল সংবাকর্মী। তবে সাংবাদিকদের দায়িত্বশীল আচরনের পাশাপাশি বঙ্গবন্ধুর সৃষ্ট প্রেস কাউন্সিল এর মর্যাদা রক্ষায় যত্নবান হতে হবে। স্বাধীনতার মর্যাদা রক্ষায় আমরা সবাই যেন আন্তরিক হই।
এ সময় চেয়ারম্যান ও সচিব মহোদয়কে হবিগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়।
উল্লেখ্য, প্রেস কাউন্সিল এর দেয়া বইসমূহ হবিগঞ্জ প্রেসক্লাবের জন্য অমূল্য সম্পদে পরিণত হবে বলে সংবাদকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।