হামিদুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ) থেকে ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হবিগঞ্জের মাধবপুর-চুনারুঘাট উপজেলার কর্মহীন ২০ হাজার পরিবারকে ইফতার সামগ্রী দেবে সায়হাম গ্রুপ লিমিটেড। করোনা ভাইরাসের প্রার্দুভাবের মধ্যে পবিত্র মাহে রমজানে উপহার হিসেবে মাধবপুর ও চুনারুঘাট উপজেলাবাসীর মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ২০ হাজার নিম্নআয় ও অসহায় পরিবারের মানুষের মাঝে পৌঁছে দেয়া হচ্ছে এ ইফতার সামগ্রী। ইতোমধ্যে সায়হাম গ্রুপের পক্ষ থেকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অসহায় পরিবারের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা ইউনিয়নে অসহায় ও নি¤œ আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আঃ আজিজ, মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী অলি উল্লাহ, ধর্মঘর ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল, চৌমুহনী ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা কামাল বাবুল, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মীর্জা এস এম ইকরাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদুর রহমান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুখলেছুর রহমান সোহেল, চৌমুহনী ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি আঃ আলীম মীর বাদল, বহরা ইউনিয়ন বিএনপি সভাপতি শাহিনুর আলম রিপন, ধর্মঘর ইউনিয়ন বিএনরি সাধারণ সম্পাদক আবিদ মাস্টার ,চৌমুহনী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক আনিছুল আব্দাল শাহ লিটন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাইফুর রহমান টিটু, ইকবাল শাহ রাব্বি, আলআমিন প্রমুখ।
ত্রাণ বিতরণ বিষয়ে সায়হাম গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর জনাব আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেন- যে কোন দূর্যোগে সায়হাম গ্রুপ অসহায় মানুষের পাশে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।
সায়হাম গ্রুপ এর পরিচালক মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, মাধবপুর চুনারুঘাটের মানুষ আমাদের পরিবারের অংশ। তাই সুখ-দুঃখের সাথী হিসেবে সারা জীবন তাদের পাশে থাকতে চায় সায়হাম পরিবার।